the editors logo
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দুবাই হয়ে কলম্বোয় সাকিব

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কন্যা সন্তানের জনক হয়েছেন মুশফিক। সন্তানের ডেলিভারির সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচের আগে যে ছুটিটা পেয়েছিলেন মুশফিকুর রহিম, সে ফাঁকেই দেশে ফিরে এসেছিলেন তিনি। তার সঙ্গে ছুটির এই সময়টায় দেশে কিছু কমিটমেন্ট রক্ষার জন্য ফিরে এসেছিলেন অধিনায়ক সাকিব আল হাসানও।

আগেই জানা, তিনদিনের ছুটি শেষে ১৩ সেপ্টেম্বর, বুধবার থেকে কলম্বোয় ফের অনুশীলন শুরু করবে টাইগাররা। বাংলাদেশ দলের সঙ্গে এই অনুশীলনে হাজির থাকবেন সাকিব-মুশফিক দু’জনই।

সে হিসেবে আজ সকালেই কলম্বোর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা মুশফিকুর রহিমের। তবে, সাকিব ঢাকা ছেড়েছেন মঙ্গলবার রাতেই। যদিও তিনি কলম্বো যাননি। গিয়েছেন দুবাই। সেখান থেকে থেকে কলম্বো এসে দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবি প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাত ৮টা নাগাদ দুবাইয়ের উদ্দেশ্যে বিমানে উঠেছেন সাকিব। দুবাই হয়ে আজ বুধবার সকালে কলম্বো যাবেন তিনি এবং বিকেলে দলের সাথে অনুশীলন করবেন।

ওয়াসিম খান জানান, একসাথে দেশে ফিরলেও সদ্য দ্বিতীয় সন্তানের জনক হওয়া মুশফিকুর রহিম কলম্বো ফিরছেন আজ ১৩ সেপ্টেম্বর সকালে।

এদিকে জানা গেছে, লন্ডনে হাঁটুর অপারেশন শেষ হওয়ার পর ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশে ফিরবেন পেসার এবাদত হোসেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!