বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় এসডিজির মধ্যবর্তী পর্যালোচনা: প্রান্তিক মানুষকে টেকসই উন্নয়নের আওতায় আনতে হবে

প্রতিবেদক
Shimul Sheikh
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৬:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: এসডিজির লক্ষ্যমাতা অর্জন করতে এবং ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে সরকারকে নানামুখী টেকসই উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে এবং একই সাথে সার্বজনীন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রান্তিক মানুষকে টেকসই উন্নয়নের আওতায় এনে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসডিজি এ্যাকশন এলায়েন্স, বাংলাদেশের সহযোগিতায় উন্নয়ন সংস্থা স্বদেশ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, দি পিপলস ভ্যাকসিন, গ্লোবালল কল টু এ্যাকশন এগেইনস্ট প্রোভাটি ও এনআরডিএস আয়োজিত এসডিজির মধ্যবতী পর্যালোচনা শীর্ষক জনসম্মিলনে বক্তারা এসব দাবি জানান।

জনসম্মিলনে মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এএসএম আবদুল ওয়াহেদ।

জনজম্মিলনে আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশকে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বঞ্চিত জনগোষ্ঠীর সামগ্রিক জীবনমান উন্নয়ন করতে হবে। সার্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণ ও কর সুবিচার নিশ্চিত করতে হবে। এছাড়া প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির মানুষকে শুধুমাত্র সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনলে হবে না। তাদেরকে টেকসই উন্নয়নের আওতায় এনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে পরিকল্পিত উন্নয়ন করতে হবে। টেকসই উন্নয়ন বাস্তবায়নে যথেষ্ট চ্যালেঞ্জ আছে সেগুলিকে বিবেচনায় নিতে হবে। আমরা বিগত দুই-তিন একাধারে করোনা মহামারীর সাথে বিশ্ববাসীর সাথে লড়াই করেছি। সে কারণে আগামীর উন্নয়ন পরিকল্পনায় ভ্যাকসিন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সেদিকেও আমাদের নজর দিতে হবে।

প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ আবদুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উন্নয়ন গবেষক আসিফ ইকবাল, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আবুল হোসেন, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, বিপ্লবী ওয়ার্কার্স পাটির নেতা মুনসুর রহমান, তরুণ রাজনৈতিক কর্মী রুবেল হোসেন, উন্নয়নকর্মী মহুয়া মঞ্জুরী, শরিফুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!