সোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় পূজা দিতে এসে চার নারীর সোনার চেইন ছিনতাই

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মনসা ও বিশ্বকর্মা পূজা দিতে আসা চার নারীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সাতক্ষীরা শহরের পলাশপোলের গুড় পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

রুপালী ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারী জেনারেল ম্যানেজার শংকর কুমার দাস জানান, তার স্ত্রী মনিকা রানী দাস সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পলাশপোলের গুড় পুকুরের বটগাছতলায় মা মনসার পূজা দিতে যান। ১১টার দিকে মনিকা পূজাবেদীর ফটকের কিছু দূরে দাঁড়িয়ে থাকাকালে হঠাৎ ভীড়ের মধ্যে কয়েকজন তাকে ঠেলে দিলে তিনি একদিকে কাত হয়ে যান। এসময় কৌশলে তার গলা থেকে আট আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় পূজা মণ্ডপ এলাকায় কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে থানায় যেয়ে তিনি মৌখিক অভিযোগ করার পর আরো তিনজনের সোনার চেইন ছিতাইয়ের ঘটনায় অভিযোগ করা হয়েছে মর্মে জানতে পারেন।

পলাশপোল মনষা পূজা উদযাপন কমিটির সহসভাপতি তপন কুমার হালদার জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মনষা পূজা বেদীর গেটের সামনে পলাশপোলের বিষ্ণুপদ ঘোষের এক ভাড়াটিয়ার স্ত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই হয়েছে। যথাসময়ে পুলিশ থাকলে এ ধরণের অবাঞ্ছিত ঘটনা এড়ানো যেত।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!