মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

স্বরাষ্ট্রমন্ত্রীর সাতক্ষীরা সফর ঘিরে শ্যামনগরে আওয়ামী লীগের সভা

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

সুলতান শাহজান: আগামী ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরা সফর করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরা জেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান ও নলতায় আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাতক্ষীরা সফর সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বিশেষ বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।

সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, গাজী গোলাম মোস্তফা (বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি জি.এম আকবর কবীর, নূরনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এস.এম সোহেল রানা বাবু, পদ্মপুকুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক পতিত পবন মন্ডল প্রমুখ।

সভায় ২৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর সাতক্ষীরা সফরের অংশ হিসেবে কালিগঞ্জের নলতার জনসভা সফল করা সিদ্ধান্ত গৃহীত হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!