মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ‘যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই’ এই শ্লোগানে যশোরের শার্শায় যক্ষ্মা রোগের লক্ষণ এবং করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ব্র্যাক এর শার্শা শাখা কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুভেন্দু বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ব্র্যাকের যশোর জেলা অফিসের যক্ষ্মা কর্মসূচির কর্মকর্তা আসলাম হোসেন, শিউলী পারভীন, শার্শা অফিসের আশরাফুজ্জামান ও রিজিয়া খাতুন।
সেমিনারে শার্শা উপজেলার জনপ্রতিনিধি, ইমাম, সমাজ সেবকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।