ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়-আখড়াখোলা বাজার ভায়া ছাতিয়ানতলা রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ছয়ঘরিয়া মোড়ে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।
গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ১ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।