সুলতান শাহজান: নিরাপদ খাবার পানির দাবিতে বিক্ষোভ করেছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের মানুষ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ সংলগ্ন এলাকায় নিরাপদ পানির দাবিতে আহুত ধর্মঘট কর্মসূচিতে এই বিক্ষোভ করেন তাঁরা।
এসময় বিক্ষোভকারীরা বলেন, উপকূলীয় অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানির সংকট। উপকূলের প্রতিটি পরিবারকে প্রতিদিন অনেক দূর থেকে খাওয়ার পানির সংগ্রহ করতে হয়। পানি আনতে গিয়ে অনেকে বিড়ম্বনা ও ইভটিজিংয়ের শিকার হন। একটাই দাবি সুপেয় পানি চাই।
বক্তারা বলেন, মিষ্টি পানির আধার রক্ষা করতে হবে।
উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন ও স্থানীয় বাসিন্দা আলেয়া বেগম।
এসএসএসটির সদস্য সাইদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বারসিকের বরসা গাইন, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর সদস্য আলতাপ হোসেন, সিডিও আটুলিয়া ইউনিটের সহ-সভাপতি ইদ্রীস আলী, সদরের বাদশাহ, সাদি, সিয়াম, মুত্তিকী, জামাল, মনি প্রমুখ।