বিলাল হোসেন: উপকূলীয় এলাকায় প্লাস্টিক নিষিদ্ধের দাবির মধ্যদিয়ে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩।
এ উপলক্ষে সোমবার (৫ জুন) উপজেলাজুড়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জনে প্রচার অভিযান চালানো হয়।
‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক এই প্রচার অভিযান চালায়।
এসময় নানা বর্জ্যে আচ্ছাদিত হয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, প্রাকৃতিক বিপর্যয় ও প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে স্বেচ্ছাসেবকরা।
প্রচারাভিযানে বলা হয়, অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্য যেমন মারাত্মক ঝুঁকির মধ্যে আছে সেই সাথে প্রাণবৈচিত্র্যও ধংসের পথে। ব্যাহত হচ্ছে পরিবেশ বান্ধব উন্নয়ন। নিজস্বতা হারিয়ে ফেলছে নদী-নালা, খাল-বিল। এমনকি সুন্দরবনও আজ প্লাস্টিক দূষণের কারণে হুমকির মুখে।
এসময় প্লাস্টিক দূষণ বন্ধ করে পৃথিবীকে দূষণের হাত থেকে মুক্ত করার আহবান জানানো হয়।
এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি কৃষক শেখ সিরাজুল ইসলাম।