বুধবার , ২২ মার্চ ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে কীটনাশক পানে ভাটা শ্রমিকের আত্মহত্যা

প্রতিবেদক
the editors
মার্চ ২২, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে প্রেমঘটিত বিষয় নিয়ে সাইফুল ইসলাম (১৭) নামে এক তরুণ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

বুধবার বেলা ১টার দিকে উপজেলার সৈয়দালীপুর গ্রামে নানার বাড়িতে কীটনাশক পান করেন তিনি।

সাইফুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের মৃত মোঃ আব্দুল্লাহ ও ফাতেমা খাতুন দম্পতির একমাত্র ছেলে।

জানা গেছে, পিতার মৃত্যুর পর থেকে মায়ের সাথে শ্যামনগর উপজেলার সৈয়দালীপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করতো সাইফুল।

নিহত তরুণের নানা আব্দুস সামাদ জানান, দুপুরে বাড়িতে ঢুকে তিনি সাইফুলকে ছটফট করতে দেখেন। এসময় মুখসহ শরীর হতে কীটনাশকের গন্ধ পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পাকস্থলী পরিষ্কার করার এক পর্যায়ে তার মৃত্যু হয়।

আব্দুস সামাদ আরো জানান, প্রায় চার মাস আগে মায়ের সাথে ইট ভাটায় কাজ করতে বরিশাল যায় সাইফুল। এক মাস আগে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে আসার পর বুধবার সে কীটনাশক পান করে।

এদিকে স্থানীয়রা জানায়, প্রতিবেশী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্কের জেরে কীটনাশক পানে আত্মহত্যা করেছে সাইফুল।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, কেউ বাড়িতে না থাকার সুযোগে কীটনাশক পান করে সাইফুল। তবে কোন কারণে সে কীটনাশক পান করেছে বিষয়টি পরিষ্কার নয়।

শ্যামনগর থানাার উপপরিদর্শক খবির উদ্দীন জানান, আত্মহত্যার ঘটনায় শ্যামনগর থানায় ইউডি মামরা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এবার শ্যামনগরের চুনায় সামাজিক বনায়ন ধ্বংস করে বেড়িবাঁধ সংস্কারের পরিকল্পনা!

নতুন শিক্ষাক্রমের সমন্বয়ের বিষয়ে জানালো মাউশি

অবসরের ৩ বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা: হাইকোর্ট

দেবহাটায় কুখ্যাত মিজান ডাকাতসহ ৩ আসামি গ্রেফতার

সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উদযাপনে মতবিনিময় শনিবার

“আমাদের মোরা মানুষগা কবর নুনা পানির উপরে ভেসতি”

পাইকগাছায় পরিমাণে কম দেয়ায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা

তালায় পাঠকবন্ধু’র কমিটি গঠন: নাহিদ আহ্বায়ক, অর্ঘ্য সদস্য সচিব

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পথনাটক

হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এমপি হাবিবসহ অন্যদের মুক্তির দাবি

error: Content is protected !!