ডেস্ক রিপোর্ট: অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এ.আই.ইউ.বি.) এর মেধাবী শিক্ষার্থী, সাতক্ষীরার কৃতি সন্তান মো: আল মুজাহিদ নাঈম ২০২৩ সালে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ নাম্বার অর্জন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে “Magna Cum Laude” একাডেমিক অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে তাকে মেডেল পরিয়ে দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এ.আই.ইউ.বি.) ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ডিরেক্টর প্রফেসর ড. দীপ নন্দী এবং অ্যাসোসিয়েট ডিন মশিউর রহমান।
আল মুজাহিদ নাঈম সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী গ্রামের মো: ওবায়দুল্লাহ ও খলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা খাতুনের বড় ছেলে।
নাঈম সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানের ভাগ্নে।
নাঈম তার সাফল্যের জন্য পিতা-মাতা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।