বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা-৪: আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন যিনি?

প্রতিবেদক
the editors
নভেম্বর ২২, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনে দলীয় মনোনয়নের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ১৩ জন। খবর অসমর্থিত সূত্রের।

এর মধ্যে হেভিয়েট নেতাদের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীর তালিকায় রয়েছেন ব্যবসায়ী ও প্রবাসীরাও। তবে চূড়ান্ত মনোনয়ন কে পাচ্ছেন, তা সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের সভায়।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইদ মেহেদী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাকসুদা খানম মেধা, সাংগাঠনিক সম্পাদক শফিউল আযম লেলিন, জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা বাবলুর রহমান বাবলু, কেন্দ্রীয় তরুণ লীগের সাধারণ সম্পাদক জি.এম শফিউল্লাহ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু,
কালিগঞ্জের আওয়ামী লীগ নেতা মোজাহার হোসেন কান্টু, মেহেদী হাসান সুমন, রনি আহমেদ ও আনিছুর রহমান আনিছ।

শেষ পর্যন্ত কে হচ্ছে নৌকার মাঝি তা নিয়ে এ আসনের সর্বত্র শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেবেন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকেই নৌকার মনোনয়ন দেবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!