কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, পূজা উদযাপন পরিষদ, কয়রা সরকারি মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি, সোনালী ব্যাংক, স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ স্কাউটস, মানব কল্যাণ ইউনিট, মদিনাবাদ যুব সংঘ, ১নং কয়রা তরুণ সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, প্রাণিসম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এসএম গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন সানা, মোঃ ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধা সন্তান মাহবুবুর রহমান মন্টু প্রমুখ।