দেবহাটা প্রতিনিধি: দেবহাটার আষ্কারপুর টু কামারপাড়া রাস্তা কার্পেটিংয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. মুজিবর রহমান এবং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তাটির কাজ উদ্বোধন করেন।
উল্লেখ্য, আষ্কারপুর, কামারপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ নিরসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের আইআরডিবি-৩ প্রকল্পের আওতায় রাস্তাটি কার্পেটিংকরণের কাজ শুরু হয়েছে।