রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরের গাবুরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন!

প্রতিবেদক
the editors
মার্চ ২৬, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯নং সোরা দৃষ্টিনন্দন এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে স্থানীয় মানুষ।

রোববার (২৬ মার্চ) ভোরে ৯নং সোরা দৃষ্টিনন্দন এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের ৫০০ ফুট এলাকা জুড়ে ভাঙন দেখা দেয়।

স্থানীয়রা জানান, ভাঙনকবলিত বেড়িবাঁধ দ্রুততম সময়ে সংস্কার করা না গেলে আবারো প্লাবিত হবে গাবুরার মানুষ। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ সুপেয় পানির উৎস হিসেবে ব্যবহৃত পুকুর গুলো নষ্ট হয়ে যাবে।

স্থানীয় হাতেম গাজীসহ একাধিক ব্যক্তি জানান, ভোর থেকে নদীর চরে ভাঙন দেখা দেয়। যত সময় যাচ্ছে আস্তে আস্তে ভাঙন ওয়াপদার গায়ে চলে আসছে।

গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, স্থানীয়রা ভোরে আমাকে ভাঙনের বিষয়টি জানায়। আমি তাৎক্ষণিক সেখানে গিয়ে দেখি বিশাল ভাঙন সৃষ্টি হয়েছে। যত সময় যাচ্ছে ভাঙনের পরিমান বাড়ছে। বিষয়টি উপজেলা প্রসাশন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মমকর্তাদের জানিয়েছি।

শ্যামনগরে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের এসডিও জাকির হোসেন জানান, গাবুরার যে জায়গায় ভাঙন দেখা দিয়েছে, আগে থেকেই সেখানে কাজের টেন্ডার দেওয়া হয়েছে। ঠিকাদার নিযুক্ত হলে কাজ শুরু হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মমর্তা মো: আক্তার হোসেন বলেন, ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!