ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা-গোয়ালপোতা সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) বিকালে গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ঠাকুর দাস মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন ঢালী, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য এস এম রেজাউল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য ওবায়দুর রহমান লাল্টু, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, নির্মাণ কাজের ঠিকাদার মো. আবু বেলাল, সাবেক ইউপি সদস্য কালিদাস সরকার, মো. আছমতুল্লাহ, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পূর্ণ চন্দ্র সরকার, বাসুদেব প্রমুখ।
প্রসঙ্গত, ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা-গোয়ালপাতা সড়ক কার্পেটিং করা হবে।