কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অভিযোগে দৈনিক সমকালের সাংবাদিক শেখ হারুন অর রশীদ, খুলনা মহানগর জামায়াতের সাবেক আমির আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামসহ ৫৭জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় এরই মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে একজন পেশাদার সাংবাদিকের নাম মামলার এজহারে আসায় নিন্দা জানিয়েছেন কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আমাদী গ্রামের মৃতু সাজাদ্দ শেখের ছেলে নাজমুল শেখ (৪৮), হাজতখালি গ্রামের মৃতু নুর আলী ঢালীর ছেলে মোঃ সোহরাব হোসেন (৪০), দেয়াড়া গ্রামের মৃতু ইনছান আলী গাজীর ছেলে জামাল উদ্দীন আহম্মেদ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপির কর্মী।
মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ বলছে, সব আসামিই বিএনপি-জামায়াতের সক্রিয় সদস্য।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে কয়রা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সালাহ উদ্দীন বাদী হয়ে মামলাটি করেন।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শান্ত কয়রা উপজেলাকে কোনো অবস্থাতেই অস্থিতিশীল করতে দেয়া হবে না।