শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চ্যাম্পিয়ন্স ট্রফি: অস্ট্রেলিয়াকে যত ওভারে আটকাতে হবে টাইগারদের

প্রতিবেদক
the editors
নভেম্বর ১১, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপ স্বপ্ন শেষ অনেক আগেই। তবে বাংলাদেশের সামনে এখন নতুন এক লক্ষ্য। খেলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার জন্য বিশ্বকাপে দশ দলের মধ্যে আটের ভেতর থাকা চাই।বাংলাদেশ কি পারবে? বর্তমানে টাইগাররা সেরা আটের মধ্যেই আছে। তবে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেলে অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে, কেননা এখানে রানরেটের একটা হিসেব আছে।বাংলাদেশের সমান ৪ পয়েন্ট আরও তিন দলের-ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস। ইংল্যান্ড এখন সাতে। আজ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে তাদেরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।

তবে বাংলাদেশের মূল সমীকরণটা আসলে অস্ট্রেলিয়াকে যত ওভার পর্যন্ত আটকে রাখা যায়, তার ওপর। কেননা, ধরেই নেওয়া যায় নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে হারবে।

সেক্ষেত্রে আজ যদি অস্ট্রেলিয়াকে রান তাড়ায় ২২.৪ ওভার পর্যন্ত আটকে রাখতে পারে বাংলাদেশ, তবে শ্রীলঙ্কার চেয়ে বেশি রানরেট ধরে রেখে কমপক্ষে আটে থেকে শেষ করার জোর সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বড় লক্ষ্য দিয়েছে, তা ২২.৪ ওভারে অসিরা তাড়া করে ফেলতে পারলেই কেবল রানরেট লঙ্কানদের নিচে চলে যাবে টাইগারদের। সহজ হিসেব হলো, অস্ট্রেলিয়াকে কোনোমতেই এই ওভারের মধ্যে জিততে দেওয়া যাবে না।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!