সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তেরেসের হ্যাটট্রিকে বার্সার জয়, জাভির স্বস্তি

প্রতিবেদক
the editors
জানুয়ারি ২২, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধের ২১ মিনিটে এক গোল, দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন ফেরেন তেরেস। এরপর ৫৬ ও ৫৯ মিনিটে দুই গোল হজম করে কোচ জাভি হার্নান্দেজকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন বার্সেলোনার খেলোয়াড়রা।

তবে অতিরিক্ত সময়ে গোল করে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন জাও ফেলিক্স। এর দুই মিনিট পর গোল করে হ্যাটট্রিক করেন তেরেস। অবশেষে রিয়াল বেটিসের বিপক্ষে ৪-২ গোল জয় নিয়ে স্বস্তি ফিরে পেয়েছেন জাভি।

চলতি মৌসুুমে লা লিগার পয়েন্ট টেবিলের ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ৬ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। টেবিলের শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৫২।

এর আগে গত সোমবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সা। ফলে দারুণ চাপে পড়েছিলেন কোচ জাভি। যদিও রিয়ালের বিপক্ষে হারের পর কোপা দেল রেতে তৃতীয় শ্রেণির ক্লাব ইউনিয়নিস্টাসের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ফলে চাপ কিছুটা কমেছে। রিয়াল বেটিসের বিপক্ষে এই ম্যাচে জিতে আরও একটি স্বস্তি ফিরে পেলেন জাভি।

বার্সার হয়ে ফেরেস গোল ৩টি করেছেন ২১, ৪৮ ও অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে। আর জাও ফেলিক্সের গোলটি হয়েছে ৯০ মিনিটে। অপরদিকে বেটিসের হয়ে গোল দুটি করেছেন ইসকো।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!