ডেস্ক রিপোর্ট: ‘মানব পাচার রুখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলারোয়া উপজেলা পরিষদের হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত এই সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
তিনি বলেন, পাচার প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই পারবে ঘৃণ্য এই অপরাধ রুখতে। পাশাপাশি পাচারের শিকার ব্যক্তিদের আইনি অধিকার নিশ্চিতে আমাদেরকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায় বিচার পান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, ব্র্যাকের এম আর এস সি কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন রশিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ প্রমুখ।