the editors logo
বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এইচএসসির ফল জানা হলো না তৌকিরের

প্রতিবেদক
the editors
নভেম্বর ২৩, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ

সুলতান শাহজান: ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের ছাত্র মোঃ তৌকির হাসান (১৮) এর মৃত্যু হয়েছে। আগামী ২৬ নভেম্বর তার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী গ্রামে নিজ বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার মাঠেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।

নিহত মোঃ তৌকির হাসান ওই গ্রামের মোঃ ইয়াকুব আলী গাজীর ছেলে। সে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিল।

তৌকিরের মামা শরীফ আহমেদ জানান, বুধবার রাতে তৌকির বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলা শেষে রাত সাড়ে ১০টার দিকে ইলেকট্রিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে দ্রুত স্থানীয় হাসাপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তৌকিরের বন্ধু নাঈম জানায়, তৌকির আমার রুমমেট ছিল। আমরা একসাথে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। তার অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!