শুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

প্রতিবেদক
the editors
নভেম্বর ২৪, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক | আগামী ২৭ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৫তম বিসিএসের সব লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

শুক্রবার (২৪ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর চলমান হরতাল-অবরোধের কারণে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থীর অনেকেই পরীক্ষাকেন্দ্রে নিরাপদে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী।

অবশেষে পিএসসি সিদ্ধান্ত পরিবর্তন করে লিখিত পরীক্ষা পেছানোর ঘোষণা দিল।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!