ডেস্ক রিপোর্ট: তাদের ওপর আইসিসির নিষেধাজ্ঞা ছিল কদিন আগেও। আইসিসির সদস্যপদ হারিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে আপাতত লঙ্কানদের সেই নিষেধাজ্ঞা শিথিল করেছে আইসিসি।
সদস্যপদ ফিরে না পেলেও শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমোদন দিয়েছে আইসিসি। ফলে সিরিজ খেলতে আর কোনো বাধা নেই।
আইসিসির ফিউচারস ট্যুর প্রোগ্রামের (এফটিপি) আওতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। আজ (বুধবার) লঙ্কান ক্রিকেট এক বিবৃতিতে সেই সিরিজের ব্যাপারটি নিশ্চিত করেছে।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজে ২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। তবে সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।