মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারিতেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া পূরণ

প্রতিবেদক
Shimul Sheikh
জানুয়ারি ২৮, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বেক্সিমকো ফার্মা ও শাহিনপুকুর সিরামিকের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, বেক্সিমকোর লে-অফ করা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন দিতে ৫৫০ থেকে ৬০০ কোটি টাকার প্রয়োজন হবে। শেয়ার বিক্রি করে এত টাকা না এলেও সরকার এসব বেতন-ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করবে। ১২টি ব্যাংক থেকে বেক্সিমকোর একটি প্রতিষ্ঠানের নামে ২৮ হাজার ৫৪৪ কোটি ১৪ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছে। এছাড়া অস্তিত্ব না থাকা ১৬টি প্রতিষ্ঠানের বিপরীতে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। বেক্সিমকোর সব মিলিয়ে ৪০ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। এ সমস্ত ঋণ খারাপ ঋণ কিনা সেটা আমরা ব্যাংকে জিজ্ঞেস করবো।

তিনি বলেন, এসব ঋণের বিষয়ে তদন্ত হবে। বিশেষ করে এই টাকাগুলো কীভাবে নেওয়া হয়েছে। আমরা যে হিসেব পাচ্ছি তাতে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এক বিলিয়ন ডলারের রিজার্ভ চুরি কেলেঙ্কারি থেকেও এটি বড় কেলেঙ্কারি। এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা জনগণের ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছিল লোকজন, সেখান থেকে উজাড় হয়েছে।

ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করা হবে। যারা যারা এর সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না। বেক্সিমকোর লে-অফ করা কোম্পানিগুলো বন্ধ করা হবে। আইনানুগ পাওনাগুলো ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বেক্সিমকোর লে-অফ করা কোম্পানিগুলো বন্ধের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় রিসিভারকে বরখাস্ত করাসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটি বাস্তবায়ন করবে। রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ কিসের ভিত্তিতে এবং কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ দিয়েছে সে বিষয়ে ফেব্রুয়ারির মধ্যে অডিট করে বিভাগীয় এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শ্রম উপদেষ্টা বলেন, আগামী রোববার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাংক সভা করে বেক্সিমকো ফার্মা এবং সাইনপুকুর সিরামিকসের বন্ধককৃত শেয়ার বিক্রির ব্যবস্থা করবে। অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অর্থ বিভাগ থেকে আমরা যে টাকাটা পাব শ্রমিকদের গ্রাচুয়িটি সার্ভিস বেনিফিটসহ আইনে যা যা আছে তা পরিশোধ করা হবে। ৫৫০ থেকে ৬০০ কোটি টাকা লাগবে। শেয়ার বিক্রি থেকে এ টাকা আসুক আর না আসুক আমরা তা পরিশোধ করব। হয়তো অর্থ বিভাগ থেকে জোগাড় করব। বেক্সিমকোর দুয়েকটি প্রতিষ্ঠান চালু আছে সেগুলো পরে বিক্রি করা যায় কিনা অন্যরা তা দেখবে।

শেয়ার বাজারে বেক্সিমকোর বেশ কয়েকটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত থাকলেও মাত্র দুটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা যাবে কিনা এ প্রশ্নে উপদেষ্টা বলেন, এ টাকা ওঠানোর জন্য এই দুটি প্রতিষ্ঠানই যথেষ্ট।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ষষ্ঠ সভায় পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো- বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের লে-অফকৃত কোম্পানিগুলো কর্তৃপক্ষ বন্ধ করবে। শ্রম আইনের অধীনে শ্রমিকদের আইনানুগ পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে কর্তৃপক্ষ পরিশোধ করবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। বেক্সিমকোর লে-অফকৃত কোম্পানিসমূহ বন্ধ প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা টিভি স্ক্রলে প্রেরণের ব্যবস্থা না করায় অর্থাৎ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় রিসিভারকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক। রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এছাড়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঋণপ্রদানকারী জনতা ব্যাংকসহ সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ সিসের ভিত্তিতে বা কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে এবং অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে ফরেনসিক অডিটসহ ফেব্রুয়ারির মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক। এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বিষয়ে আগামী রোববার, বিএসইসি, এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংকসহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকীকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image