শুক্রবার , ১৪ জুলাই ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বেনাপোলে থানার সামনের ভবনে শক্তিশালী বিস্ফোরণ

প্রতিবেদক
admin
জুলাই ১৪, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: যশোরের বেনাপোল পোর্ট থানার সামনের একটি ভবনে শক্তিশালী ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ভবনটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।

আজ শুক্রবার বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে গত মাসে বন্দর এলাকার ছোট আঁচড়া মোড়ে তালাবদ্ধ একটি ভবনে এ ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভবনটির মালিকের নাম মো. তারিকুল ইসলাম শাহিন। তিনি ঢাকায় থাকেন। এটি দেখাশোনা করেন মাহে আলম নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি লিটন নামে বন্দরের এক শ্রমিকের কাছে বাড়িটির নিচতলা ভাড়া দিয়েছিলেন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিবিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি। ছবি: আজকের পত্রিকা
তারা আরও জানান, লিটন নামের ওই ব্যক্তি ভালো মানুষ ছিলেন না। চলতি মাসের ১৭ জুলাই বেনাপোল পৌরসভা নির্বাচন। ভোটের মাঠে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ককটেল মজুত রাখা হতে পারে বলে মনে করেন তারা।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) রতন কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শক্তিশালী ককটেল বিস্ফোরণে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ককটেলের আলামত জালের কাটি ও টিনের কৌটা পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘তবে বিস্ফোরণের সময় ভবনটির নিচ তলায় বসবাসকারী মানুষ বাইরে থাকায় বড় ধরনের জীবনহানির ঘটনা ঘটেনি। যেভাবে ভবনের দেয়াল ও কাচ ভেঙেছে ঘরে কেউ থাকলে বাঁচার সম্ভাবনা কম ছিল।’

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। ওই ভবনে শ্রমিকেরা ভাড়া থাকেন। তবে ঘরটি তালাবদ্ধ ছিল। তবে সেটি কিসের বিস্ফোরণ তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!