ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ভারতীয় ইয়াবা, ১৮ বোতল ভারতীয় মদ এবং ২১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি আভিযানিক দল সীমান্তের লক্ষীদাড়ি থেকে ০৪ বোতল ভারতীয় মদ এবং ২১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
এছাড়া, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাটা থেকে ৫০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। কালিয়ানী বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কালিয়ানী মাঠ থেকে ৫০০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।
এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন চাঁন্দা মাঠ থেকে ১৪ বোতল ভারতীয় মদ আটক করে।
অপরদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চৌরঙ্গী মোড় থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল রাজ্জাকের মোড়, গেড়াখালী এবং হাজির মোড় থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, শাড়ি এবং ভারতীয় বোরকা আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল হরিণা ব্রীজ নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন চাঁন্দা মাঠ নামক স্থান থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, চান্দুরিয়া বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল গোবরপোতা এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।