মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কৃষকের তরমুজ ক্ষেতের বেড়া কাটার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
the editors
জানুয়ারি ২৮, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কালিপুর গ্রামে শত্রুতামূলকভাবে তরমুজ ক্ষেতের বেড়া কেটে দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে কালিকাপুর গ্রামের মনিরুদ্দিন দফাদারের ছেলে জিয়ারুল দফাদার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, কালিকাপুর গ্রামে তাদের রেকর্ডীয় জমিতে তরমুজ চাষ করার জন্য নেটের বেড়া দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি দিবাগত রাতে ওই বেড়া কেটে দিয়ে ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ সময় দেড় ইঞ্চি পাইপের ২টি মটর ৬শ হাত লম্বা পাইপ ও দুইটি কয়েল তার নিয়ে যায় দুর্বৃত্তরা।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একই এলাকার রহিম গাজী গংদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। আমরা দেখতে পেয়েছি ঐ দিন রাতে তারা শত্রুতামূলকভাবে আমাদের এই ক্ষতি করেছে। বিগত দিনে তারা আমাদের ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমনকি ঘরের মালামাল লুটপাট করে নিয়েছে। এভাবে হয়রানি করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানান।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image