বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় দাম বেশি রাখা, মূল্য তালিকা না টানানো, মেয়াদ উত্তীর্ণ মাল দোকানে রাখাসহ নানা অভিযোগে ৫ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৫১, ৫২ ও ৫৩ ধারায় উপজেলা সদর বাজারের ৫ ব্যবসায়ীকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর সময় বিভিন্ন অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।