মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

লাইসেন্স না থাকায় ডিজিটাল হরমোন ল্যাব ও স্বপ্ন ক্লিনিক বন্ধের নির্দেশ

প্রতিবেদক
the editors
মার্চ ৫, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: লাইসেন্স না থাকায় সাতক্ষীরা শহরের ডিজিটাল হরমোন ল্যাব ও স্বপ্ন ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

একই সাথে খাবারের মধ্যে মুরগির পাখনা থাকায় শহরের ঢাকা বিরিয়ানী হাউজকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমোন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানী হাউজে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় স্বপ্ন ক্লিনিক ও ডিজিটাল হরমোন সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্বপ্ন ক্লিনিককে ৫ হাজার টাকা ও ডিজিটাল হরমোন সেন্টারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে শহরের খুলনা রোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!