the editors logo
বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক মতবিনিময়

প্রতিবেদক
the editors
এপ্রিল ৩, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে ‘মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের উত্তর খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (উপসচিব) মোঃ শাহীনুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলাল, পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান ও কয়রা উপজেলা জামায়াতে আমির মাওলানা মিজানুর রহমান।

আরও বক্তৃতা করেন কালনা আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ ইউনুছ আলী, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ সুজা উদ্দিন, বেসিনমিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন, বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাও. একেএম আজহারুল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সময় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, জাপানে অভিবাসনের ক্ষেত্রে নিরাপদ ও বৈধ পন্থা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!