ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর দিঘীতে মৎস্য শিকারকালে ১৫ কেজির একটি চিতল মাছ ধরা পড়লো বড়শিতে।
শুক্রবার (ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শৌখিন মৎস্য শিকারী সাইদুর রহমান শাহিনের বড়শিতে ওঠে মাছটি।
সাইদুর রহমান শাহিন পেশায় একজন ব্যবসায়ী। এর আগে গত ২৪ নভেম্বরও তিনি একই দিঘী থেকে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ শিকার করেছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর শীতের শুরুতে পৌর দিঘীতে সৌখিন মৎস্য শিকারীদের নিয়ে মৎস্য শিকারের প্রতিযোগিতা আয়োজন করা হয়। বছরে একবারই টিকিটের বিনিময়ে এক মাসের চার শুক্রবার মাছ ধরার সুযোগ পান শৌখিন মৎস্য শিকারীরা। তবে নানা জটিলতায় গত চার বছর এই প্রতিযোগিতা বন্ধ ছিল।
এ বছর ১৭ নভেম্বর থেকে আবারও ঐতিহ্যবাহী এ দিঘীতে বসেছে মৎস্য শিকারীদের মিলন মেলা। দীর্ঘ দিন মাছ না ধরার কারণে এবার প্রতি সপ্তাহে অনেকের বড়শিতে ধরা পড়ছে বড় বড় মাছ।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান জানান, এবার ১২ হাজার টাকার একটি টিকিটের বিনিময়ে চারটি ছিপ দিয়ে চার সপ্তাহের প্রতি শুক্রবার মাছ ধরার সুযোগ পাচ্ছেন মৎস্য শিকারীরা। এ বছর ৬৫ জন সৌখিন শিকারী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এ আয়োজন থেকে পৌরসভার আয় হয়েছে সাত লাখ ৮০ হাজার টাকা।