বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলীর দাফন সম্পন্ন

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৭, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী (৮০)’র দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের খাসপাড়া গ্রামের মৃত কালু গাজীর ছেলে।

জানাযার আগে তাকে গার্ড অব অনার প্রদান করে সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল।

এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আজহার আলী, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তার জানাযা নামাজে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ইউপি সদস্য রবিউল ইসলাম, একাত্তরের রণাঙ্গনের সঙ্গী বীর মুক্তিযোদ্ধাগণসহ সকল শ্রেণি পেশার মানুষ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!