শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নির্বাচনী ব্যস্ততার মাঝে দুবাই গেলেন সাকিব

প্রতিবেদক
Shimul Sheikh
ডিসেম্বর ২, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: নির্বাচনী ব্যস্ততায় সরব সাকিব আল হাসান। তবে এর মাঝেই দুই দিনের সফরে দুবাই গেলেন তিনি।
আঙুলের চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে আছেন এই অলরাউন্ডার। ঘরের মাঠে চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না। খেলবেন না নিউজিল্যান্ড সফরেও।

সাকিবের দুবাই যাওয়া তাই স্বাভাবিকভাবেই খেলার উদ্দেশে নয়। আবুধাবি টি-টেন লিগে তিনি বাংলা টাইগার্সে নাম লিখিয়েছেন আগেই। গত বছর দলটির অধিনায়কও ছিলেন। তবে আজ সাকিব দুবাই গেছেন দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিতে।

জানা গেছে, দুবাইয়ে দুই দিন অবস্থান করবেন সাকিব। যেখানে বাংলা টাইগার্সের বাণিজ্যিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি দলের ক্রিকেটারদের সঙ্গেও সময় কাটাবেন। গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লিগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১ হার। ৮ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান সাকিব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন তিনি। তাঁর নির্বাচনী আসন মাগুরা-২।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!