ডেস্ক রিপোর্ট: শ্যামনগরে লবণ-খরা সহনশীল ধান বীজ ও জৈব সার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের’ আর্থিক সহযোগিতায় জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এসব ধান বীজ ও জৈব সার বিতরণ করা হয়।
এ উপলক্ষে লিডার্স এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা।
লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপসহকারী কৃষি অফিসার মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সুরঞ্জন শেখর ম-ল।
অনুষ্ঠানে শ্যামনগর ও কয়রার পাঁচটি ইউনিয়নে ৪৯৪ জন কৃষকের মাঝে ১০ কেজি করে খরা ও লবণ সহনশীল ধান বীজ (বঙ্গবন্ধু-১০০, ব্রি-৬৭ ও বিনা-১০) এবং ৮৯৮ জন কৃষকের মাঝে সবজি বীজ এবং প্রত্যেকের মাঝে ১০ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।