ডেস্ক রিপোর্ট: র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে গৌরবোজ্জ্বল সাতক্ষীরা মুক্ত দিবস।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহরের পাকাপোল থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার প্রমুখ।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে সাতক্ষীরা হানাদার মুক্ত হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার আহবান জানান।