রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

প্রেসক্লাব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১০, ২০২৩ ১০:৩৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচি ঘিরে পুরো এলাকাজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আশপাশের বিভিন্ন মোড়ে চালানো হচ্ছে তল্লাশি।

কাউকে সন্দেহজনক মনে হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এমন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

এমন কর্মসূচি ঘিরে প্রেসক্লাব, পল্টন, বিজয়নগর, কাকরাইল, মৎস্যভবন, জিপিওসহ আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।

প্রস্তুত রাখা হয়েছে প্রিজনভ্যান, এপিসি, জলকামান। এ ছাড়া গোয়েন্দা নজরদারির জন্য নিয়োজিত রয়েছেন সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এসব এলাকার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা দায়িত্বপালন করছেন। কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছেন তারা।

এদিকে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সরেজমিনে দেখা যায়, প্রেসক্লাবের সামনে এখনও বিএনপি-নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি মানবাধিকার সংগঠন মানববন্ধন করছে।

ডিএমপি জানায়, বিএনপির মানববন্ধন কর্মসূচি থাকলেও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো গোয়েন্দা তথ্য নেই। তবে যেহেতু সামনেই জাতীয় নির্বাচন এবং অতীতের বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার অভিজ্ঞতার কারণে বাড়তি প্রস্তুতি রয়েছে পুলিশের। যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পল্টন মোড়ে দায়িত্বরত ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রেসক্লাবের সামনে বিএনপির রাজনৈতিক কর্মসূচি ঘিরে সকাল থেকেই পুলিশের বাড়তি সদস্য আশপাশের এলাকায় মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

রোববার ঢাকাসহ সারা দেশের জেলা সদরে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাসমূহে মানববন্ধনে সাফল্যমণ্ডিত করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দশম দফায় ২০ দিন অবরোধ ও তিন দফায় চারদিন হরতাল কর্মসূচি করেছে দলটি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার মান নিয়ে অসন্তোষ

দেশে প্রথমবারের মতো চ্যানেল 24 এর পর্দায় সংবাদ পাঠ করলেন কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা

বন্ধ হয়ে গেল জয়া আহসানের সিনেমার শুটিং

প্রতিটি হত্যার বিচার করব, শেখ হাসিনাকে ফেরত চাইব: ড. ইউনূস

পিতৃবিয়োগে শোকাহত সাংবাদিক এম কামরুজ্জামানের পরিবারের খোঁজখবর নিলেন সৈয়দ দিদার বখত

তৃতীয় টার্মিনালের সামনে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

বন্দুক হামলায় মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর তিনজন নিহত

১ অক্টোবর থেকে সুপারশপে পলিব্যাগ ব্যবহার নিষিদ্ধ: পরিবেশ উপদেষ্টা

এবার ‘কৃষি ও কৃষকের গল্পে’ অনুষ্ঠান উপস্থাপনায় এ আই প্রেজেন্টার ‘পুষ্প’

শ্যামনগরে ঝড়ের মধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

error: Content is protected !!