সোমবার , ১১ ডিসেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

২৩২ বল হাতে রেখে জিতলো বাংলাদেশ

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১১, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: শক্তিমত্তার বিচারে দুই দলের মধ্যে যোজন যোজন দূরত্ব। তার প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটেও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে দাঁড়াতেই পারলো না জাপান অনূর্ধ্ব-১৯ দল। একশর আগে অলআউট হওয়া জাপান বোলিংয়েও ছিল ছন্নছাড়া। ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রানে থামে জাপান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে খেলতে নেমে ১১ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

১০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার। ১৬ বলে ২৯ রান করে জিসান আলম সাজঘরে ফিরলে ভাঙে ৭১ রানের উদ্বোধনী জুটি। জিসান ফিরলেও রানের গতিতে কোনো প্রভাব পড়েনি।

আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি ফিফটি করেছেন ৪৩ বলে। দ্বিতীয় উইকেট রিজওয়ানের সঙ্গে অবিচ্ছিন্ন ২৯ রানের জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শিবলি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকেছেন ৪৫ বলে ৫৫ রান করে। আর রিজওয়ান করেছেন অপরাজিত ১০ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল জাপানের যুবারা। শুরুর পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ২০ রানের বেশি তুলতে পারেনি তারা। রান তোলার চেয়ে উইকেট ধরে রাখার পেছনেই বেশি মনোযোগী ছিল জাপানের ব্যাটসম্যানরা।
রান তোলার গতি এতই ধীর ছিল, ৫০ রান তুলতেই জাপানের ব্যাটাররা খরচ করে ২৬ ওভার। ওপেনার নিহার পারমার খেলেছেন ৮০ বলে মাত্র ১৮ রানের ইনিংস। আরেক ব্যাটার আদিত্য ৮ রান করতে খেলেছেন মোট ৩২ বল। কাজুমা ১৩ রান করতে খেলেছেন ৪২ বল।

টপঅর্ডারের এই তিন ব্যাটারের ইনিংসের চিত্রই বলে দেয়, জাপান ব্যাটিংয়ের বেলায় ঠিক কতখানি ধীরগতির ছিল। পরবর্তীতে অবশ্য দ্রুত উইকেট হারাতে শুরু করে তারা। ৫৪ থেকে ৫৮ এই চার রানের ব্যবধানে ৪ উইকেটই হারায় জাপান। এরপর একটা জুটি এসেছিল হুগো কেলি এবং কেইফার লেইকের মাঝে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের তোপে স্কোর বড় করা হয়নি কারোরই। ৯৯ রানেই অলআউট হতে হয় জাপানকে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!