বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বনানীতে আ. লীগ-জাপা বৈঠক

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বনানীতে ফের বৈঠক করেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারা। মঙ্গলবার ( ১ ডিসেম্বর) রাতে বনানীর একটি বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক (চুন্নু) ও জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে গণতান্ত্রিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে।

আলোচনার বিষয়বস্তু প্রসঙ্গে নানক বলেন, সারাদেশে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা কীভাবে অব্যাহত রাখা যায় এবং কীভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে।

জাতীয় পার্টির সঙ্গে এ আলোচনা চলমান থাকবে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, কাল ও পরশু আবার আলোচনা হতে পারে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!