শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনের হরিণ শিকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
the editors
এপ্রিল ১, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): সুন্দরবনে হরিণ শিকার বন্ধ এবং শিকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে বন বিভাগ।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনে হরিণ শিকারের সঙ্গে অন্তত ৪০ জন চোরা শিকারী জড়িত। তাদের মধ্যে ১৫-২০ জন সম্প্রতি বনে গিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারের পর সেগুলো জবাই করে লোকালয়ে এনে বিক্রি করছে। হরিণের মাংস বিক্রির এমন অভিযোগের ভিত্তিতে কঠোর অভিযানে নেমেছে বন বিভাগ।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসএিফ) এজেডএম হাছানুর রহমান বলেন, চলতি বছরে সুন্দরবন খুলনা রেঞ্জে হরিণ শিকারীদের বিরুদ্ধে ১৭টি সিআর মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ইউডিআর মামলা দেওয়া হয়েছে ৬টি। এ সকল মামলায় আসামি রয়েছে ৬৭ জন।

তিনি আরও বলেন, কয়রার জোড়শিং, আংটিহারা, গোলখালী এলাকায় বন বিভাগ অভিযান চালিয়ে হরিণের মাংস আটক করার পাশাপাশি অনেক নৌকা জব্দ করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, সুন্দরবনের হরিণ শিকার প্রতিরোধে বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের হরিণ শিকারীদের বিরুদ্ধে তথ্য প্রদান করে তাদেরকে ধরিয়ে দিতে পারলে বন বিভাগের পক্ষ থেকে তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!