বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা-২ আসনে লাঙ্গলের পক্ষে একাট্টা আ’লীগ

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২১, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে বিজয়ী করতে একাট্টা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরার লেক ভিউতে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে পরিচয় করিয়ে দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে খাদক উল্লেখ করে তার হাত থেকে সাতক্ষীরাকে বাঁচাতে আশরাফুজ্জামান আশুকে বিজয়ী করার আহবান জানান।

তারা বলেন, মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরার শিক্ষা প্রতিষ্ঠান, ভোমরা বন্দর, সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা প্রেসক্লাবসহ পেশাজীবী সংগঠনগুলো ধ্বংস করে দিয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে যেখানে সেখানে অপমান করতেন। তাকে হঠাতে হবে।

এসময় আশরাফুজ্জামান আশুর হাত উচিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে কাজ করার আহবান জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও দলীয় প্রধানের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহারকারী এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মোশু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদস্য এস এম শওকত হোসেন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান অসলে, গোলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ছাইফুল করিম সাবু, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান
আশিক, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, জেলা কৃষক
লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক
প্রভাষক মইনুল হাসান, ব্রক্ষরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, লাবসা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সভাপতি বিশ্বনাথ, বাঁশদাহ ইউনিয়নের ইউপি সদস্য আহসান, আলীপুর ইউনিয়নের জিয়াউল, ভোমরা ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর,বকুল, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকাত আলী, বৈকারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মহসিন কবির পিন্টু, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ফিংড়ী ইউনিয়ন রবিউল ইসলাম রবি প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!