ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈগল পাখি প্রতীকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রেসিডিয়াম সদস্য সুধাংশূ শেখর সরকার, জেলা মন্দির সমিতির উপদেষ্টা সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, জয়মহাপ্রভু সেবক সংঘের সনাতন দাশ, জেলা মন্দির সমিতির সেক্রেটারি নিত্যানন্দ আমিন, জয়মহাপ্রভু সেবক সংঘের জিতেন্দ্রনাথ ঘোষ, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-এ-ইলাহী, অধ্যক্ষ শিবপদ গাইন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মন্দির সমিতির অসীম কুমার দাশ সোনা, অডিটর বলাই দে, বিকাশ চন্দ্র দাস, অমরেন্দ্রনাথ ঘোষ, যুব নেতা মীর মহিতুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।