সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাথরঘাটায় ২২০ কেজি হরিণের মাংসসহ আটক ৩

প্রতিবেদক
the editors
এপ্রিল ৮, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় তিন পাচার কারীরে আটক করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকালে হরিণঘাটা বনে অভিযান চালালে চোরাকরবারিরা পালানোর সময় বিষখালী নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকার আলী হোসেনের ছেলে আফজাল হোসেন (৪৫), আব্দুল হকের ছেলে হারুন (৩৫) এবং একই ইউনিয়নের খলিফাহাট এলাকার আব্দুল করিম হাওলাদারের ছেলে আব্দুল মান্নান (৫৫)।

কোস্টগার্ডের দনি জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার ফিরোজ জামান জানান, সুন্দরবন থেকে কয়েকজন পাচারকারী হরিণের মাংস নিয়ে বিষখালি নদী দিয়ে পাথরঘাটায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে হরিণঘাটা বনে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি চোরাকারবারিরা টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে হরিণঘাটা বনের দক্ষিণের বিষখালি নদী থেকে তিনজনকে আটক করা হয়। এসময় দুজন পালিয়ে গেলেও ট্রলারে তল্লাশি করে হরিণের তিনটি মাথাসহ ২২০ কেজি মাসং উদ্ধার করা হয়। পরে মাংসগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আটক আফজাল হোসেন জানান, পাঁচদিন আগে পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ শিকারের জন্য যান তারা। পরপর দুদিন মাছ না পেয়ে মাঝি আবুল বাশারের নির্দেশে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকার করেন। সেখান থেকে দশটি হরিণ শিকার করে মাংস নিয়ে সোমবার সকালে বিষখালি নদী হয়ে পাথরঘাটার দিকে আসেন তারা। কোস্টগার্ডের ধাওয়া খেয়ে রশিদ শিকদারের ছেলে আবুল বাসার মাঝি ও সাহাদাত হোসেন পালিয়ে যায়।

বনবিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা আব্দুল হাই জানান, উদ্ধার হওয়া তিনটি মাথা ও ২২০ কেজি হরিণের মাংস বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মাংসগুলো বিকেল ৫টায় আদালতের নির্দেশে কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে। এছাড়াও আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বন্যার আশঙ্কা, আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বৈশাখী টেলিভিশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাওয়ান: ১০ হাজার প্রেক্ষাগৃহ, অগ্রিম টিকিটে রেকর্ড, ‘ব্লকবাস্টার’ রিভিউ

এসএসসির ফল: শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার ১১টায়

সাতক্ষীরায় বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা

আ. লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা উদ্ধার

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে লাগবে না এজেন্সির সহায়তা

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫২

মিয়ানমারে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারত-চীন

কয়রায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতা আবুল কালাম আজাদের মতবিনিময়

error: Content is protected !!