বৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

হাওয়াইয়ে ভয়াবহ দাবানলে ৩৬ জনের প্রাণহানি

প্রতিবেদক
admin
আগস্ট ১০, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই কাউন্টিজুড়ে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসি।

হারিকেনের প্রভাবে সৃষ্ট শক্তিশালী বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে। এতে শত শত ভবন ধ্বংস হয়ে হচ্ছে এবং বিভিন্ন অঞ্চল জ্বলে যাচ্ছে।

মাউই দ্বীপে হাজার হাজার লোককে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিশাল পরিসরে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। হেলিকপ্টারের মাধ্যমে উপর থেকে পানি ছিটানো হচ্ছে।

মাওইতে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। কর্মকর্তা আগে জানিয়েছিলেন, এগুলো লোকজনে পূর্ণ হয়ে গেছে। দ্বীপটি জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য। এ থেকে দর্শনার্থীদের দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

হাওয়াইয়ের গভর্নর সিলভিয়া লুক সাংবাদিকদের বলেন, এটি এখন নিরাপদ স্থান হতে পারে না। আমাদের সম্পদ এখন বোঝা হয়ে উঠেছে।

অগ্নিনির্বাপন কর্মীরা এখনো আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!