মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

তোমার স্মৃতির খোঁজে… || আহসানুর রহমান রাজীব

প্রতিবেদক
the editors
জানুয়ারি ২, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

সেদিন ছিল বৃহস্পতিবার, শীতের সকালে সাতক্ষীরা শহরের হাটের মোড় থেকে প্রাইভেটকারে আমরা তিনজন রওনা হলাম প্রয়াত সাংবাদিক আনিসুর রহিমের ছেলেবেলার স্মৃতি বিজড়িত বরগুনা জেলা শহরের উদ্দেশ্য। আমার সাথে ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ ও সিনিয়র সাংবাদিক শামীম পারভেজ।
সাতক্ষীরা শহর পেরিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি, সাতক্ষীরা খুলনা সড়কে যেতে লক্ষ্য করলাম সড়কটির দুই পাশে কিছুটা প্রশস্ত হলেও উঁচু নিচু থাকার কারণে মাঝে মাঝে গাড়ি লাফিয়ে উঠছে। খুলনার রূপসা সেতু পার হয়ে বাগেরহাট অংশে সড়ক আগের চেয়ে এখন অনেক ভালো। ঐ পথে যেতে যেতে সিদ্ধান্ত হলো এই সফরের একটি নাম দেয়া যেতে পারে। আমাদের যাত্রার উদ্দেশ্য নিয়ে সিদ্ধান্ত হলো, নাম হবে ‘তোমার স্মৃতির খোঁজে’।
সাতক্ষীরার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, সাংবাদিক, নাগরিক নেতা, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহিমের দুরন্ত কৈশোরের স্মৃতির খোঁজে যাচ্ছি আমরা। যাচ্ছি তার প্রিয় শহর বরগুনায়। জীবদ্দশায় প্রায় তিনি বলতেন, বরগুনার কথা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টা বরগুনায় কাটিয়েছেন আনিসুর রহিম। সেখানে থেকে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তিনি। সেই গল্পগুলোই খুঁজে আনতে চাই আমরা।
যাত্রাপথে বাগেরহাটে দেখা হলো সাবেক সহকর্মী ইয়ামীন আলীর সাথে, তার কাছ থেকে জেনে নিলাম বরগুনা যাওয়ার সহজ পথ কোনটা হবে। পথ কম হওয়ার কারণে বেকুটিয়া ব্রিজ পার না হয়ে আমরা ফেরি পার হয়ে যাব বলে সিদ্ধান্ত নিলাম। তবে ভয় পাচ্ছিলাম রাস্তা খারাপ হলে বিপদ হবে। দশানি মোড়ে চা চক্র শেষে আমরা আবারও রওনা হলাম। পিরোজপুর ব্রিজ পার হয়ে পাড়েরহাট সড়ক হয়ে কচা নদীর টগরা-চরখালী ফেরিঘাটে পৌঁছালাম আমরা। ফেরি পার হয়ে আবারও সড়ক পথে মঠবাড়ি উপজেলা হয়ে আমরা যাচ্ছি বরগুনার বিষখালী নদীর বাইনচুটকি-বরইতলা ফেরি ঘাটে। দুই পারের পুরো সড়কের কোথাও ভাঙাচোরা নেই। সড়কের দুই পাশে ফসলের মাঠ আর নদী খালের সুন্দর পরিবেশ দেখতে দেখতে কখন যেন শৈশবে ফিরে গিয়েছিলাম। এমন গ্রামীণ পরিবেশ আমাদের সাতক্ষীরা অঞ্চলে এখন আর চোখে পড়ে না। এই অঞ্চলে সড়ক ব্রিজের উন্নয়ন হলেও এখানে মানুষের বসতি অনেক কম। এছাড়া কোথাও লবণপানি তুলে চিংড়ি চাষ হয় না।
মাঠের পর মাঠ ধানের আবাদ হয়েছে। এজন্য হয়তো এখনও এখানকার পরিবেশ এত সুন্দর। দেখতে দেখতে বিকেলে আমরা পৌঁছে গেলাম বাইনচুটকি ফেরিঘাটে। ঘাট পার হলেই বরইতলা সেখান থেকে আর মাত্র কয়েক কিলোমিটার পরেই বরগুনা শহর। ফেরি পার হওয়ার সময় দেখলাম বিষখালী নদীর এই অংশে নদীর মাঝে জেগে ওঠা একটি চরে বিশাল ম্যানগ্রোভ বন। এটি সুন্দরবনের অংশ হলেও এখানে কোনো বাঘ নেই। তবে মানুষের বিচরণ না থাকায় ঘন বনের মধ্যে রয়েছে বড় বড় কেওড়া, পশুর ও গেওয়া গাছ যা এখানকার বনের সৌন্দর্য বৃদ্ধি করেছে। ফেরিঘাট থেকে বরগুনা শহরের দূরত্ব ৬ কিলোমিটার। এখানেও রয়েছে সুন্দর প্রশস্ত সড়ক, বরগুনা পৌর শহরে আসা মাত্র দেখলাম সড়কের মধ্যে ডিভাইডার, সুন্দর সড়ক বাতি দেখে ভাবলাম ভুল করে ভারতের কোনো শহরে চলে আসলাম না তো! সুন্দর সাজানো গোছানো শহরের কোথাও ময়লা আবর্জনা পড়ে নেই। অনেকটা পরিকল্পিত উন্নয়ন হয়েছে এই শহরে। যাই হোক, বরগুনা পুলিশ লাইনসের সামনে একটি গেস্ট হাইজে আগে থেকেই আমাদের রুম বুকিং ছিল। সেখানেই উঠলাম আমরা। কিছুক্ষণ পরে সেখানে আমাদের স্বাগত জানাতে আসলেন বরগুনার সিনিয়র সাংবাদিক মোঃ জাকির হোসেন জুয়েল ভাই। তিনি আনিসুর রহিমের বিষয়ে আগে থেকেই বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। সে সব বিষয়ে তিনি আমাদের বললেন। গেস্ট হাউজে বেশিক্ষণ দেরি না করে সন্ধ্যার আগেই আমরা বেরিয়ে পড়লাম আনিসুর রহিমের স্মৃতির খোঁজে। জুয়েল ভাই প্রথমে আমাদের নিয়ে গেলেন বরগুনা সরকারি কবরস্থানে। সেখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একটি গণকবর রয়েছে। সেখানে যেয়ে দেখলাম কবরস্থানটির পবিত্রতা রক্ষায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। জুয়েল ভাইয়ের কাছ থেকে জানলাম এর জন্য পৌর কর্তৃপক্ষ কয়েকজন কর্মী নিয়োগ করেছে। এছাড়া কবরস্থানের একটি অংশে বুদ্ধিজীবীদের জন্য আলাদা স্থান সংরক্ষণ করা আছে। এখানে মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে। এরপর বরগুনা শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া একটি খাল পার হয়ে আমরা গেলাম বরগুনা জেলা স্কুলে। ১৯৭১ সালে এই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন আনিসুর রহিম। এখান থেকেই শুরু হলো তার স্মৃতির সন্ধান। এই বিদ্যালয়ে তার সহপাঠীদের খোঁজ শুরু করলাম আমরা। জুয়েল ভাইয়ের সহযোগিতায় আনিসুর রহিমের কয়েকজন কাছের বন্ধুর সাথে যোগাযোগ করলাম আমরা। শহরের নাথপট্টি লেক পাড়ের একটি লাইব্রেরিতে রাতে তাদের সাথে আমাদের দেখা হবে। মাঝের সময়টুকু বসে না থেকে আমরা পৌঁছে গেলাম আনিসুর রহিমের স্মৃতি বিজড়িত খাস পুকুর পাড়ের ভূমি অফিসের সরকারি কোয়াটারে। সেখান গিয়ে দেখলাম এখনও সেই পুরাতন টিনের চৌচালা ঘরটি টিকে আছে। তবে তৎকালীন সময়ে বরগুনার সবচেয়ে ভালো বাড়ি হিসেবে পরিচিত এই সরকারি কোয়াটারে এখন আর কোনো কর্মকর্তা বসবাস করেন না। ডিসি অফিসের একজন কর্মচারী বাড়িটি দেখাশোনা করে। সেখান থেকে যথাসময়ে আমরা পৌঁছে গেলাম নাথপট্টি লেক পাড়ের সেই লাইব্রেরিতে। সেখানে যাবার পথে দেখা হলো বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জিব দাসের সাথে। তার আমন্ত্রণে আমরা গেলাম বরগুনা প্রেসক্লাবে। সেখানে গিয়ে বরগুনায় কর্মরত সাংবাদিকদের সাথে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করলাম। জানলাম তারা কতটা গুছিয়ে রেখেছে তাদের ক্লাবটি। ক্লাবটির বর্তমান সদস্য মাত্র ২৪ জন। তাদের ক্লাবে সদস্য হতে হলে অবশ্যই মাস্টার্স পাশ হতে হয়। ক্লাবের সদস্যদের জন্য রয়েছে বড় অংকের কল্যাণ ফান্ড। তাদের কাছ থেকে বিদায় নিয়ে। আবারও আমরা গেলাম সেই লাইব্রেরিতে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, আনিসুর রহিমের বাল্যবন্ধু বরগুনার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। তার কাছ থেকেই আমরা প্রথম জানতে পারলাম কৈশোরে কতটা দুরন্ত ছিলেন আনিসুর রহিম। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আমাদের জানান, ‘ছোটবেলায় বেশ দুরন্ত ছিল আনিসুর রহিম, সে যেমন মেধাবী ছিল তেমনি সব ধরনের খেলাধুলায় পারদর্শী ছিল। স্কুলে পড়াকালীন ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম আমরা। বরগুনায় আমাদের মুক্তিযুদ্ধের শুরুটা হয়েছিল আনিসুর রহিমের নেতৃত্বে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বরগুনায় প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলাম আমরা। সে সময় এসএসসি পরীক্ষা বন্ধ করতে আনিসুর রহিমের নেতৃত্বে বরগুনা সরকারি উচ্চ বিদ্যালয়ের (বর্তমান জেলা স্কুল) প্রধান শিক্ষকের ঘরে সংরক্ষিত পরীক্ষার খাতায় আগুন ধরিয়ে দিয়েছিলাম আমরা। যে ঘটনার পরেই পাকিস্তান আর্মির সদস্যরা সেখানে শক্ত ঘাটি তৈরি করে। এছাড়া বরগুনা শহরের কয়েকজন রাজাকারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় আনিসুর রহিম। আনিসুর রহিমের নেতৃত্বে ডামি অস্ত্র তৈরি করে শুরু হয় আমাদের যুদ্ধের প্রশিক্ষণ। তিনি জানান, আনিসুর রহিমের বাবা তখন পাকিস্তান সরকারে উচ্চপদে কর্মরত ছিলেন। এজন্য ওদের বাড়ি ছিল আমাদের নিরাপদ আশ্রয়। ওদের বাড়িতে বসেই আমরা যুদ্ধের অনেক পরিকল্পনা বাস্তবায়ন করেছি। আনিসুর রহিম একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনিসুরের বাবা বরগুনা থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। আমিও ঢাকায় চলে যাই। এজন্য দীর্ঘদিন আমাদের মধ্যে যোগাযোগ ছিল না। কয়েক বছর আগে আনিসুর রহিম বরগুনা শহরে এসেছিল তখন ওর সাথে আমার দেখা হয়। এরপর আমাদের সব বন্ধুরে সাথে নিয়মিত যোগাযোগ ছিল ওর। আমি তার মৃত্যুর পর জানতে পারলাম আনিসুর রহিম মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়নি। এটা দুঃখজনক, আনিস কখনো আমাদের এই বিষয়ে কিছুই বলেনি। আমরা ভাবতাম ও সাতক্ষীরা থেকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। কিন্তু এখন জানলাম ও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়নি। এটা আমি আগে জানতে পারলে নিশ্চয়ই আমরা এ বিষয়ে উদ্যোগ নিতাম। বরগুনার মুক্তিযুদ্ধ নিয়ে আমার কয়েকটি লেখায় আমি আনিসের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের বিষয়টি লিখেছি। এছাড়া এখানকার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অন্যরা যে বই লিখেছেন সেখানেও আনিসের ভূমিকা কথা লেখা হয়েছে।’
তার কাছ থেকে আনিসুর রহিমের গল্প শুনতে শুনতে কখন যে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। রাতের খাবার খেতে আমরা সেখান থেকে গল্প শেষ করে বেরিয়ে পড়লাম। জুয়েল ভাই রাতে আমাদের নিয়ে গেলেন বরগুনা পশু হাসপাতাল মোড়ের এম আলী নামের একটি হোটেলে। সেখানে চালের আটার রুটির সাথে কয়েক পদের মাংস পাওয়া যায়। সেটি দিয়েই রাতের খাবার পর্ব শেষ করে নিলাম। জানলাম এই হোটেলে দুধ ও কলাও বিক্রি হয় ভাত দিয়ে খাওয়ার জন্য। এরপর বিশেষ এক চা খেতে গেলাম বরগুনা পৌরসভার সামনে সুকদেবের চায়ের দোকানে। এই দোকানে ২৫ রকমের ফল ও মসলা দিয়ে চা তৈরি করা হয় যার নাম ফান্টা চা। সেই ফান্টা খেয়ে বরগুনার আলোচিত রিফাত হত্যাকান্ডের ঘটনাস্থল বরগুনা সরকারি কলেজের সামনে থেকে ঘুরে গেস্ট হাউজে ফিরলাম আমরা। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম, সাতক্ষীরায় কতটা সাদামাটা জীবনযাপন করতেন আমাদের প্রিয় আনিসুর রহিম। প্রকৃত একজন মুক্তিযোদ্ধা হয়েও সরকারি তালিকাভুক্ত হননি তিনি। কখনো তার মুখ থেকে শুনিনি তিনি নিজেকে জোর গলায় মুক্তিযোদ্ধা দাবি করেছেন। মুক্তিযোদ্ধা হিসেবে কখনো রাষ্ট্রের কাছ থেকে কোনো সুবিধা ভোগ করেননি আনিসুর রহিম। অথচ মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও কতশত মানুষ নামের আগে বীর মুক্তিযোদ্ধা লিখে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছে। এমনও মানুষ আছে! সুযোগ থাকারও পরও এই খেতাব নেননি তিনি। এতটুকুও লোভ হয়নি তার!
পরদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি জুয়েল ভাই আমাদের নিতে চলে এসেছেন। অত্যন্ত আন্তরিক এই মানুষটির কথা না বললেই নয়। বরগুনা সফরের দুইটি দিন তিনি আমাদের সাথে সাথে ছিলেন পুরোটা সময়। জুয়েল ভাই বরগুনা শহরের সবারই পরিচিত মুখ। তার সাথে আমরা আবারও চলে গেলাম আনিসুর রহিমের স্মৃতি বিজড়িত সেই বরগুনা জেলা স্কুলে। এবার স্কুলের ভেতরে গিয়ে ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম। জুয়েল ভাই আমাদের দেখালেন যেখানে মুক্তিযুদ্ধের সময় আনিসুর রহিমের নেতৃত্বে পরীক্ষার খাতায় আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। সেই প্রধান শিক্ষকের টিনের ঘরটি এখন আর নেই, সেখানে এখন পাকা ভবন তৈরি হয়েছে। স্কুল থেকে বেরিয়ে আমরা রওনা হলাম আনিসুর রহিমের স্মৃতি বিজড়িত সেই বাড়ির দিকে। সেখানে তার আরেক কাছের বন্ধু বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মোতালিব সাহেব আমাদের জন্য অপেক্ষা করছেন।
সখানে পৌঁছানোর পর তিনি আমাদের নিয়ে গেলেন সেই সরকারি কোয়াটারে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন বাড়ির ভেতরটা। সেখানে দাঁড়িয়ে স্মৃতিচারণ শুরু করলেন তিনি, ‘টিনের বাড়ির সদর দরজার পাশে একটি কামরায় থাকতেন আনিসুর রহিম। সেই ঘরেই ছিল তাদের আড্ডা, সব বন্ধুরা নিয়মিত আসত এই বাড়িতে। ছোট বেলায় অত্যন্ত মেধাবী ছিল সে। যেমন লেখাপড়ায় তেমনি খেলাধুলায় ভালো ছিল। দুরন্ত কৈশোরে আমরা একসাথে দীর্ঘ সময় কাটিয়েছি। ভালো চাকু ও চেন চালাতে পারত আনিস। বন্ধুমহলে সবার প্রিয় আনিস আমাদের সংগঠিত করে রাখত সব সময়। মুক্তিযুদ্ধের সময় রাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন আনিসুর গোপনে ঘর থেকে বেরিয়ে আসত। এরপর আমরা মিলিত হয়ে যুদ্ধের পরিকল্পনা করতাম। তার নেতৃত্বে আমরা স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে সংরক্ষিত পরীক্ষার খাতায় আগুন ধরিয়ে দিয়েছিলাম। সে সময় জানালা ভেঙে প্রধান শিক্ষকের ঘরের ভেতর প্রবেশ করে আনিসুর এরপর পেট্রোল ছিটিয়ে দিয়ে সেই খাতায় আগুন ধরিয়ে দেয়। সে সময় তার গায়ে কিছুটা পেট্রোল লেগে থাকার কারণে আগুন তার কাপড়েও লেগে যায়। তখন সে লাফ দিয়ে জানালা দিয়ে বেরিয়ে আসলে আমরা সবাই মিলে সেই আগুন নিভিয়ে ফেলি। এছাড়া আনিসুর রহিম শহরের কয়েকটি রাজাকারের বাড়ি পোড়ানোর অপারেশনে সরাসরি অংশ নেয়। তিনি বলেন, আনিসুর রহিমের নেতৃত্বে বরগুনায় মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। তাকে বাদ দিয়ে বরগুনার মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা যাবে না। অথচ সে মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়নি এটা আমরা জানতে পারিনি। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ঘটনা হয়ে থাকবে। আনিসের ইচ্ছা ছিল, বরগুনায় তার সব বন্ধুদের নিয়ে একটি পুনঃমিলনী আয়োজন করার, সেটা আর করা হলো না।’ স্মৃতিচারণ শেষে আমরা সবাই একসাথে আনিসুর রহিমের স্মৃতি বিজড়িত সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুললাম। সেখান থেকে মোতালেব সাহেবের চায়ের আমন্ত্রণে আমরা গেলাম পাশেই অবস্থিত বরগুনা শহরের বাজারে। সেখানে গিয়ে দেখলাম বাজারের চারিদিকে ভালো ড্রেনেজ ব্যবস্থা, প্রশস্ত কংক্রিটের ঢালাই সড়ক, কোথাও ময়লা আবর্জনা জমে নেই। বাজারে এক একটি সড়কে একটি পসরার পট্টি। মনে হচ্ছিল পরিকল্পিত একটি নগরী বরগুনা। সেখানে চা পর্ব শেষে এবার আমাদের বিদায় নেয়ার পালা। ঘড়িতে তখন সময় ১২.৩০মিনিট, সিদ্ধান্ত হলো দুপুর ১টায় বিষখালী নদীর সেই বরইতলা ফেরি পার হয়েই ফিরব আমরা। কিন্তু বরগুনার একটি মাত্র তেল পাম্পে গিয়ে গাড়িতে তেল নিতে গিয়ে সময় মতো ফেরি ধরতে পারলাম না। পরবর্তী ফেরির জন্য অপেক্ষা করতে হবে দুই ঘণ্টা। এই সময়টা কাটালাম ফেরিঘাটের পাশেই অবস্থিত সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টারে। এখানে গোলপাতার গুড় দিয়ে তৈরি চা খেতে কিন্তু মিস করিনি। ফেরি পার হয়েই আগের সেই পথ ধরেই সাতক্ষীরায় ফিরলাম। বরগুনায় আনিসুর রহিমের প্রিয়জনদের আন্তরিকতায় মুগ্ধ আমরা। আমাদের প্রাপ্তি আনিসুর রহিমের প্রকৃত স্মৃতি নিয়েই ফিরছি। বরগুনা এখনও মনে রেখেছে আনিসুর রহিমকে।
লেখক: সাতক্ষীরা প্রতিনিধি, এখন টেলিভিশন
সূত্র: স্মারকগ্রন্থ অনন্য আনিস

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!