সুলতান শাহাজান, শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিনদিন। তাই শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের প্রার্থীরা। ছুটছেন নির্বাচনী এলাকার অলিগলিতে।
শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের সর্বত্র সরব হয়ে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, আলোচনা সভা, প্রচারপত্র বিতরণ, গণসংযোগসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ ছাড়া বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে শ্যামনগর ও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী গান পরিবেশন ও মাইকিং করছেন আওয়ামী লীগ, বিএনএমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরা-৪ আসনে বিভিন্ন দলের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নৌকা ও নোঙ্গর প্রতীকের প্রার্থীর মধ্যেই মূল লড়াইটা হবে। তবে মনোনয়নপত্র দাখিল ও প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত এ আসনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা) ও জামায়াতের একাধিক প্রার্থী সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
পূর্বের নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১৯৭৩ সালের নির্বাচনে তৎকালীন খুলনা-১১ আসনে (শ্যামনগর) আওয়ামী লীগের মো. মোহাসীন, ১৯৭৯ সালের নির্বাচনে পুনর্নির্ধারিত খুলনা-১২ আসনে বিএনপির ডা. আফতাবুজ্জামান, ১৯৮৬ সালে সাতক্ষীরা-৫ আসনে জাতীয় পার্টির অ্যাডভোকেট আবুল হোসেন, ১৯৮৮ সালে পুনরায় জাতীয় পার্টির অ্যাডভোকেট আবুল হোসেন, ১৯৯১ সালে জামায়াতের গাজী নজরুল ইসলাম, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির অধ্যক্ষ জিএম আব্দুল হক, ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে আওয়ামী লীগের এ.কে ফজলুল হক, ২০০১ সালে জামায়াতের গাজী নজরুল ইসলাম, একই সালে তৎকালীন সাতক্ষীরা-৪ আসনে (দেবহাটা-কালিগঞ্জ) কাজী আলাউদ্দিন, ২০০৮ সালে জাতীয় পার্টির এইচ.এম গোলাম রেজা এবং ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের এস.এম জগলুল হায়দার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।
বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে প্রার্থী হয়েছেন সাবেক এমপি এইচ.এম গোলাম রেজা।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হকের বেশ জনপ্রিয়তা রয়েছে এলাকায়। তিনি বিগত ১০ বছর শ্যামনগরের উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে নির্বাচনী সভা সমাবেশে বিপুল সমর্থন দেখা যাচ্ছে তার পক্ষে।
প্রচার চালানোর সময় নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলন সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত এবং উপকূলীয় এলাকার উন্নয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন।
তবে, জনপ্রিয়তায় পিছিয়ে নেই নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে বিজয়ী সাবেক এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম থেকে অংশগ্রহণকারী এইচ এম গোলাম রেজাও।
তিনিও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
এ আসনে নৌকা ও নোঙ্গর ছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী শেখ ইকরামুল এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে এস.এম আতাউল হক দোলন ও এইচ.এম গোলাম রেজা ছাড়া বাকি পাঁচজন প্রার্থীর প্রচারণা দেখা যাচ্ছে খুবই কম।