শনিবার , ১৪ অক্টোবর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটার দাদপুরে জমি নিয়ে মারপিটের ঘটনায় মামলা

প্রতিবেদক
the editors
অক্টোবর ১৪, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার দাদপুরে জমি নিয়ে মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) উপজেলার দাদপুর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে আনারুল ইসলাম বাদী হয়ে মামলাটি (নং-০৯) দায়ের করেন। মামলায় প্রতিপক্ষের ১০/১২ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বাদী আনারুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের দাদপুর মৌজায় ৪২৬ ও ৪২৭ দাগে তাদের পূর্বপুরুষের ৪৯ শতক জমি তিনিসহ অন্যান্য শরীকরা দীর্ঘদিন ভোগদখল করছেন। জমিটি ভুলবশত সরকারের ভিপি সম্পত্তির অন্তর্ভুক্ত করে খাস ঘোষণা হলে আইনী প্রতিকার পেতে মিস আপীল ০৩/২০২১ (দেবহাটা) মামলায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের ০৯/০১/২২ তারিখের রায়ের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আদালতে মিস আপীল ৬৬/২০২৩ মামলা দায়ের করেন। গত ১৩ আগস্ট মামলাটি আমলে নিয়ে এলসিআর নথি তলবসহ দুপক্ষকে শুনানীতে হাজির হতে নোটিশ জারির নির্দেশ দেয় আদালত। মামলাটি বর্তমানে চলমান থাকা সত্ত্বেও স্থানীয় হাজের গাজীর ছেলে জয়নাল গাজী ও তার ভাতিজা নূর ইসলাম প্রশাসনকে ভুল তথ্যদিয়ে আনারুল গংয়ের বসবাসরত জমিটি ডিসিআর গ্রহণ করে।

আনারুল আরও জানায়, ডিসিআর গ্রহণের পর সেখান থেকে তার পরিবারকে উচ্ছেদ করে ওই জমিটি জোরপূর্বক দখলে নেয়ার হুমকি দিয়ে আসছিল জয়নাল ও নূর ইসলাম। শুক্রবার বেলা ১১টার দিকে অতর্কিত ২০/২৫ জন ভাড়াটে লোকজন নিয়ে জয়নাল ও নূর ইসলাম তাদের বসতবাড়িতে হামলা করে। একপর্যায়ে তাদেরকে মারপিট করে জমিটি জবরদখল করে নেয় হামলাকারীরা। তাদের মারপিটে আনারুল ও তার বৃদ্ধ মা জাহানারা বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় শনিবার সকালে তিনি বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিটের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!