Saturday , 13 January 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরার নতুন উপজেলা হচ্ছে ‘পাটকেলঘাটা’

প্রতিবেদক
admin
January 13, 2024 6:25 pm

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১ এর যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরার জেলা প্রশাসককে পাটকেলঘাটা উপজেলা গঠনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ওই পত্রে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২২ আগস্ট ২০২১ তারিখের ১১৬নং স্মারকের পত্র এবং ২৪ অক্টোবর ২০০৪ তারিখের ১৮৫নং স্মারকের নীতিমালার আলোকে সাতক্ষীরা জেলার তালা উপজেলাকে বিভক্ত করে ‘পাটকেলঘাটা’ উপজেলা গঠনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সূত্র মতে, আয়তনের দিক থেকে বাংলাদেশের অষ্টম বৃহত্তম জেলা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা ‘বি’ ক্যাটাগরির জেলা হওয়ায় উন্নয়ন বরাদ্দ পায় দেশের অন্যান্য জেলার চেয়ে তুলনামূলকভাবে অনেক কম। পাটকেলঘাটা উপজেলায় উন্নীত হলে জেলার উপজেলার সংখ্যা হবে ৮টি এবং সাতক্ষীরা ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত হবে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণার দাবি জানিয়ে আসছিল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত