মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

এডেন সাগরে যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজে হুতিদের হামলা

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৬, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: আবারও পণ্যবাহী জাহাজে হামলা চালালো ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এডেন সাগরে জিব্রাল্টার ঈগল নামের যুক্তরাষ্ট্রের মালিকাধীন পণ্যবাহী একটি জাহাজে গতকাল বিকেলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন লেগে যায়।

এই হামলায় তাৎক্ষণিক হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল (১৫ জানুয়ারি) সকালে ইয়েমেন উপকূলের দক্ষিণে অবস্থানরত জাহাজটির ওপর এ হামলা চালানো হয়। খবর বিবিসি।

হামলার দায় স্বীকার করে হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের নৌবাহিনী এডেন উপসাগরে আমেরিকান একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এসময় ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সব জাহাজ ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলে জাজান তিনি।

জিব্রাল্টার ঈগল জাহাজটিতে ইস্পাত পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঈগল বাল্ক শিপিং জানায় হামলায় আরোহীদের কেউ আহত হননি। তাছাড়া জাহাজের ক্ষয়ক্ষতিও সামান্য। আক্রান্ত হওয়ার পরেও জাহাজটি গন্তব্যের পথে রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!