ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘প্রকৃতি বাঁচাই, পৃথিবী বাঁচাই’ প্রতিপাদ্যকে ধারণা করে বুক সমান পানিতে নেমে ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালন করেছেন তরুণ-তরুণীরা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকালে শহরতলীর বিনেরপোতায় স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিওয়াইডিএফ) এই কর্মসূচির আয়োজন করে।
ক্লাইমেট স্ট্রাইকে গণ-অংশীদারিত্বে উপকূলীয় অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন এবং এখন থেকেই পরবর্তী ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান আন্দোলনকারীরা।
কর্মসূচিতে সিওয়াইডিএফ’র সভাপতি সুব্রত হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হোসেন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার তরিকুল ইসলাম অন্তর, হিউম্যান রিসোর্স অফিসার শোভা আশা হালদার, উইমেন এমপাওয়ারমেন্ট অফিসার খুশবু আক্তার মুক্তি, আইটি অফিসার ওয়াসিউল ইসলাম প্রমুখ।