শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ঢাবি সিনেট নির্বাচন: সাতক্ষীরায় গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থীদের মতবিনিময়

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন-২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে গণতান্ত্রিক ঐক্য পরিষদ প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজ’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, ফার্মেসি ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছাড় প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, তালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কুমার তরফদার, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ, জনতা ব্যাংক সুলতানপুর বাজার শাখার ম্যানেজার মো. আব্দুর রহিম, প্রিন্সিপাল অফিসার গোপাল চন্দ্র গাইন, তাপস কুমার রায়, এস ও শরিফুজ্জামান প্রমুখ।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!