বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় এসএসসির ১ম দিনে অনুপস্থিত ২৭৪, বহিষ্কার ১

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। বাংলা প্রথম পত্রের এ পরীক্ষায় নলতা মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে। এছাড়া প্রথম দিন পরীক্ষায় ২শ’ ৭৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর সাতক্ষীরা জেলার ২৮টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১৬ হাজার ৯শ’ ০৭ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা। তবে এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯২ জন। দাখিল পরীক্ষার ১২টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৩শ’ ৭৭ জন। এ পরীক্ষায় নকল করার দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনুপস্থিত ছিল ১শ’৬৬জন। ৮টি এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ হাজার ১শ’ ১৬ জন। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ জন।

জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!